চৌমুহনীতে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চৌমুহনীতে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সা্নইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনী হাজীপুর দুরন্ত রাইডার্স স্পোটিং ক্লাবের আয়োজনে মাস ব্যাপী মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চৌমুহনী দক্ষিণ বাজার হাজী বাদশা মিয়ার বাড়ীর সামনে শতশত দর্শকের উপস্থিতিতে এই টান টান উত্তেজনায় পূর্ন খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় মাদ্রাসা রোড একাদশ ও তালুয়া চাঁদপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় মাদ্রাসা রোড একাদশ।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্স আপ দলকে ৮হাজার টাকার প্রাইজ মানি দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল বাসার মান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর আলম মঞ্জু, বেগমগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক মো: বাহার, ডাঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।














