চকবাজার স্টাফ সমিতির সভাপতি শামীম, সম্পাদক আনোয়ার, সাংগঠনিক মানিক
চকবাজার স্টাফ সমিতির সভাপতি শামীম, সম্পাদক আনোয়ার, সাংগঠনিক মানিক
সাইফুর রহমান রাসেল : রাজধানী ঢাকার চকবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নোয়াখালীস্থ একঝাঁক শিক্ষিত .তারুণ্যদীপ্ত ও কর্মোদীপ্ত যুবকদের নিয়ে গঠিত হয়েছে চকবাজার স্টাফ সমিতি। যেটি ইতোমধ্যে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অত্যন্ত সুনামের সাথে আত্ম প্রকাশ করেছে ।
শুক্রবার সন্ধ্যায় চকবাজারের একটি রেস্তোরায় আনুষ্ঠানিক ভাবে “চকবাজার স্টাফ সমিতির পরিচালনা পরিষদ গঠন করা হয়। পরিচালনা পরিষদে মো: শামীমকে সভাপতি, মো: আনোয়ারকে সাধারন সম্পাদক ,মো: মানিককে সাংগঠনিক সম্পাদক , মো: সোহেল ও ইমরান কে সহসভাপতি, জাবেদ ও ফয়সালকে যুগ্ম সাধারন সম্পাদক, তানভির ও তাহসিনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মো: আরজুকে দপ্তর ও মো: অনিককে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ঘোষনা করা হয়।
চকবাজার স্টাফ সমিতির মুল লক্ষ্য আর্তমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেয়া এবং নোয়াখালীর আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করা।
ইতোমধ্যে, চকবাজার স্টাফ সমিতি নোয়াখালীর ১কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালীকে বিভাগের দাবিতে শাহবাগ ও জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং এখন গ্রেটার নোয়াখালীবাসীর কাছে জনপ্রিয় একটি নাম চকবাজার স্টাফ সমিতি।
চকবাজার স্টাফ সমিতির নবনির্বাচিত সভাপতি শামীম, সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক মানিক চ্যানেল নোয়াখালীকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ বাস্তবায়নে মিটিং আর মিছিলে আমরা সবসময়র রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। নোয়াখালী বিভাগ না নিয়ে চকবাজার স্টাফ সমিতির নেতারা ঘরে ফিরবেনা।









