নাজিরপুর শহীদ আজাদ সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে
বেগমগঞ্জ নাজিরপুর শহীদ আজাদ সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে।
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য নাজিরপুর শহীদ আজাদ সড়কের বেহাল দশা । এপেক্স কেয়ার হাসপাতাল থেকে মধ্য নাজিরপুর সোনামিয়া পন্ডিত বাড়ী পর্যন্ত ২কিলোমিটার সড়ক দীর্ঘদিন থেকে সংস্কার বিহীন পড়ে আছে। মধ্য নাজিরপুর গ্রামের ৪০ হাজার মানুষের চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। এ সড়ক দিয়েই শহরের বিভিন স্কুল, কলেজ ও মাদরাসায় আসতে হয় শতশত শিক্ষার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সড়কের প্রায় অধিকাংশের পিচঢালাই ও ইট উঠে খানাখন্দে ভরে গেছে। দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে। বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই সেখানে জমে থাকে বৃষ্টির পানি। এতে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছে সাধারন মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে এই গ্রামের কয়েক হাজার মানুষকে।
এলাকার প্রধান সড়কের এমন বেহাল দশায় অসুস্থ ব্যক্তি, গর্ভবর্তী নারী, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং পথচারীদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় পাঁচ বছর ধরে এ রাস্তাটি সংস্কার না হওয়ায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি এলাকাবাসির চরম ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। বর্ষার আগেই যেনো এ রাস্তাটি সংস্কার করা হয় এ দাবি এলাকাবাসির।









