গনশুনানী ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐক্যমত্য কমিশনকে আইনি নোটিশ
গত ১০ সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদ-২০২৫-এর চূড়ান্ত ভাষ্য প্রকাশ করা হয় এবং এতে বলা হয়, ভৌগোলিক অবস্থান এবং যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি বিভাগ গঠন করা হবে। জাতীয় সনদের এই প্রস্তাবনায় বিভাগ হিসেবে নোখালীর নাম না থাকায় ঐকমত্য কমিশনকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
গতকাল মঙ্গলবার আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহর পাঠানো নোটিশে বলা হয়েছে, জাতীয় সনদে বিভাগ ঘোষণার প্রস্তাবটি বৈষম্যমূলক, জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধান ও ন্যায়বিচারের পরিপন্থি। তিনি আরও উল্লেখ করেন, বিভাগ আন্দোলন বলতে মূলত নোয়াখালী বিভাগের দাবিটিই মুখ্য। তার পরও বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের কোনো বক্তব্য না শুনে, গণশুনানি না করে এবং কোনো প্রকার আলোচনা বা মতবিনিময় না করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়নি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিভাগের জন্য জুলাই বিপ্লব হয়নি এবং জুলাই সনদে একপাক্ষিকভাবে বিভাগের বিষয়টি বৈষম্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ। নোটিশে আগামী সাত দিনের মধ্যে জাতীয় সনদ থেকে ওই প্রস্তাবটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনজীবী, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দক্ষ প্যানেল গঠন করে গণশুনানির মাধ্যমে নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।









