কৃষকের প্রনোদনার অর্ধকোটি টাকা লোপাটের অভিযোগ, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের সংবাদ সম্মেলন
হাতিয়ায় কৃষকের প্রনোদনা প্রকল্পের অর্ধ কোটি টাকার প্রকল্প আত্মসাতের অভিযোগে ৩ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের সাংবাদিক সম্মেলন।
নোয়াখালী প্রতিনিধি : কৃষকের জন্য সরকারের বরাদ্দকৃত এসএসিপি প্রকল্প, আউশ প্রনোদনা প্রকল্প, সিএফসি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্ধকোটি টাকা আত্মসাতসহ স্বজনপ্রীতির অভিযোগ এনে হাতিয়ায় কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ সবুজ ও তার দুই উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন ও মোহাম্মদ দাউদ এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন হাতিয়ার কৃষক সম্প্রদায়।
শনিবার সকালে হাতিয়ার চর ইশ্বর ইউনিয়নের ফরাজি গ্রামে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে দূনীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে এই সংবাদ সম্মেলন করেন কৃষকরা।
সংবাদ সম্মেলনে কৃষকরা জানান, এসএসিপি প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বরাদ্দকৃত বাৎসরিক ৭২ হাজার টাকার মধ্যে তাদেরকে দেয়া হয়েছে মাত্র ১৮হাজার টাকা, এই প্রকল্পের আওতায় ২১জন কৃষকের মধ্যে ১৮ হাজার টাকা করে ভাতা পেয়েছে ১৩ জন, বাকী ৮জন কোনো ভাতাই পায়নি।
এছাড়াও প্রণোদনা বঞ্চিত কৃষকদের অভিযোগ, মোঃ দাউদ ও আলতাফ শুধু আমাদের প্রনোদনার টাকাই নয় তারা আমাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দকৃত ধানবীজও আত্মসাৎ করেছেন। আলতাফ ও দাউদ দুজনে সমন্বয় করে কৃষকের প্রতিটি প্রকল্প থেকে দূর্নীতি করেন তাই কৃষকরা সরকারের কাছে এই দুই কৃষি কর্মকর্তার শাস্তির দাবি করেছেন।
অপরদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা কৃষিকর্মর্তা আব্দুল বাসেদ সবুজ ও উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কৃষকরা আমাদের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছেন এটা কারো সাজানো নাটক। এগুলো সবই মিথ্যে, আমাদের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করা হচ্ছে। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করেছি।









