মোরশেদ আলম কমপ্লেক্সের লটারীতে ৫লাখ টাকার বাইক জিতলেন চৌমুহনীর মেয়ে তানজিলা।
মোরশেদ আলম কমপ্লেক্সের লটারীতে ৫ লাখ টাকার বাইক জিতলেন চৌমুহনীর মেয়ে তানজিলা।
সাইফুর রহমান রাসেল : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বহুল প্রসিদ্ধ বিপনী শপিং কমপ্লেক্স মোরশেদ আলম শপিং কমপ্লেক্স এর ঈদ কেনাকাটার কুপন কিনে ৫লক্ষ টাকার ১ম পুরস্কার রয়েল এনফিল্ড বাইক জিতে নিলেন তানজিলা নামের এক সুন্দরী তরুনী, যার কুপন নাম্বার-137294, মোবা : 01881***221.
তানজিলা (২২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কিসমত করিমপুরের মেয়ে।
সোমবার ১৪ এপ্রিল জমকালো র্যাপল ড্র অনুষ্ঠান-২০২৫ এর মধ্য দিয়ে সমিতির সভাপতি কামরুল হাসান জন ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইউছুফ বিষয়টি চ্যানেল নোয়াখালীকে নিশ্চিত করেন। র্যাফল ড্র এর দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী হলো চৌমুহনী গনিপুরের “তিলিঝিলি” নাম খ্যাত ফজলে রাব্বি। যিনি পেয়েছেন ডায়মন্ডের আকর্ষনীয় নেকলেস সেট, যার কুপন নাম্বার-96307, মোবা : 01880-***111। ৩য় পুরস্কার ১০০সিসি মটর সাইকেল পেয়েছেন-ছারোয়ার, যার কুপন নাম্বার-49778, মোবা: 01330-***225
১ম পুরস্কার প্রাপ্তিতে তানজিলা মহান আল্লাহর শোকরিয়া করে বলেন, আমার সত্যিই ভালো লাগছে ,আমি প্রথম পুরস্কার পেয়েছি, বাইকটা আমি আমার মামাকে উপহার দিবো। আমি মোরশেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি,সাধারন সম্পাদক সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্বচ্ছতার সাথে র্যাফল ড্র অনুষ্ঠানটি করার জন্য।
সমিতির সভাপতি কামরুল ইসলাম জন ও সাধারন সম্পাদক ইউসুফ বলেন, মহান আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে,খুব সুন্দর ভাবে স্বচ্ছতার সহিত অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সমিতির সকল সহযোদ্ধা বন্ধুদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ এপ্রিল ১ম ভাগ্যবান বিজয়ীসহ ১০১ জন বিজয়ীর হাতে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সকল পুরস্কার সামগ্রী তুলে দিবো ইনশাআল্লাহ।