ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া

মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া

সাইফুর রহমান রাসেল,  নোয়াখালী : রাজধানীর উত্তরার মাইল‌স্টোন স্কুল এন্ড ক‌লে‌জে বিমান ট‌্র‌্যা‌জে‌ডির ঘটনায় নিহত‌দের আত্মার মাগ‌ফেরাত কামনা ও আহত‌দের সুস্থতার জন‌্য মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় কেন্দ্রীয় মস‌জি‌দে এই অয়োজন করে নোয়াখালী জেলা ছাত্রকল‌্যান প‌রিষদ ও বেগমগঞ্জ সোনাইমুড়ী ছাত্রছাত্রী কল‌্যাণ স‌মি‌তি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অধ‌্যাপক ডা. আবদুজ জা‌হের ও বাফু‌ফের টেক‌নিক‌্যাল ক‌মি‌টির সদস‌্য মো. হুমায়ুন কবীর চৌধুরীসহ শিক্ষার্থীরা।

বক্তব্যে বাফু‌ফের টেক‌নিক‌্যাল ক‌মি‌টির সদস‌্য হুমায়ন কবির বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে হতাহত‌ প্রতিটি শিক্ষার্থীর প‌রিবারের সরকা‌রিভা‌বে আর্থিক সহায়তা ও উন্নত চি‌কিৎসা সেবা নি‌শ্চিত করতে হবে এবং এই ট্রাজেডিতে প্রকৃত হতাহতের সংখ্যা দেশবাসীকে জানাতে হবে।

 

 

 

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া

Update Time : ১২:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া

সাইফুর রহমান রাসেল,  নোয়াখালী : রাজধানীর উত্তরার মাইল‌স্টোন স্কুল এন্ড ক‌লে‌জে বিমান ট‌্র‌্যা‌জে‌ডির ঘটনায় নিহত‌দের আত্মার মাগ‌ফেরাত কামনা ও আহত‌দের সুস্থতার জন‌্য মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় কেন্দ্রীয় মস‌জি‌দে এই অয়োজন করে নোয়াখালী জেলা ছাত্রকল‌্যান প‌রিষদ ও বেগমগঞ্জ সোনাইমুড়ী ছাত্রছাত্রী কল‌্যাণ স‌মি‌তি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অধ‌্যাপক ডা. আবদুজ জা‌হের ও বাফু‌ফের টেক‌নিক‌্যাল ক‌মি‌টির সদস‌্য মো. হুমায়ুন কবীর চৌধুরীসহ শিক্ষার্থীরা।

বক্তব্যে বাফু‌ফের টেক‌নিক‌্যাল ক‌মি‌টির সদস‌্য হুমায়ন কবির বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে হতাহত‌ প্রতিটি শিক্ষার্থীর প‌রিবারের সরকা‌রিভা‌বে আর্থিক সহায়তা ও উন্নত চি‌কিৎসা সেবা নি‌শ্চিত করতে হবে এবং এই ট্রাজেডিতে প্রকৃত হতাহতের সংখ্যা দেশবাসীকে জানাতে হবে।