নোয়াখালীতে প্রভাব খাঁটিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোয়াখালীতে প্রভাব খাঁটিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বিহিরগাঁও গ্রামে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক দাবি করা ভুক্তভোগী পরিবার
আজ সকালে আমিশাপাড়ার নিজ বাড়ীর উঠোনে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিহিরগাও গ্রামের ভূঞা বাড়ীর মৃত নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ও সিরাজুল ইসলামের পরিবারের সাথে দীর্ঘ ২০ বছর থেকে পাশের ভদ্রগাঁও গ্রামের ভূঞা বাড়ীর মৃত অজি উল্যাহর ছেলে সাইফুল ইসলাম শিপনের সাথে আমিশা পাড়া বাজারে ১০ শতাংশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল, এ বিষয়ে আদালতে মামলাও চলমান। কিন্তু হটাৎ করেই শিপন সেই জমির উপর দোকানঘর নির্মাণ করছেন।
ভুক্তভোগী নুরুল ইসলামের স্ত্রী পেয়ারা বেগম বলেন, আমিশাপাড়া বাজারের সম্পত্তিটা আমার স্বামী ও বাসুরদের অনেক কষ্টের টাকায় কেনা, কিন্তু শিপন জোর করে সেই জায়গাটা দখল করে দোকানঘর নির্মাণ করেছে, আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে চাই এবং প্রশাসনের কাছে এর বিচার চাই।
এই বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম শিপন তার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, জায়গাটা আমাদের দখলীয়,তারা ভুলবশত ক্ষতিয়ান করেছে, এখন আমরা সংশোধনী দিয়েছি, মামলাটা আদালতে চলমান আছে। জায়গাটা আমাদের তাই আমরা দোকানঘর নির্মান করছি।









