ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

অসুস্থ বরকত উল্লাহ বুলু, নেওয়া হচ্ছে ঢাকায়

অসুস্থ বরকত উল্লাহ বুলু , নেওয়া হচ্ছে ঢাকায়

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী :  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরিভাবে নোয়াখালী থেকে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি অ্যাম্বুলেন্স তাকে গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলা নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস চ্যানেল নোয়াখালী অনলাইনকে জানান, বরকত উল্লাহ বুুুলু ঈদুল ফিতরের পরের দিন নিজ নির্বাচনী এলাকায় এসে টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও দিনে-রাতে বেগমগঞ্জে বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। এসময় তার শ্বাসকষ্টজনিত রোগও প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকে তার বাড়িতে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

নোয়াখালী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড্যাব নোয়াখালী শাখার সভাপতি ড. সাইফুল ইসলাম জানান, দুপুরে বুলু অসুস্থ হওয়ার খবর পেয়ে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক তার বাড়িতে যাই। সেখানে শারীরিক অবস্থা দেখে বোঝা যায়, তিনি প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। এখানে উন্নত চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় সব চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়া হচ্ছে।

এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন- বক্ষ্যব্যাধি চিকিৎসক জাহিদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ আবদুল আউয়াল, নোয়াখালী ড্যাবের সাধারণ সম্পাদক ও এনেসথেসিয়া চিকিৎসক মনোয়ার হোসেন ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।

 

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

অসুস্থ বরকত উল্লাহ বুলু, নেওয়া হচ্ছে ঢাকায়

Update Time : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

অসুস্থ বরকত উল্লাহ বুলু , নেওয়া হচ্ছে ঢাকায়

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী :  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরিভাবে নোয়াখালী থেকে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি অ্যাম্বুলেন্স তাকে গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলা নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস চ্যানেল নোয়াখালী অনলাইনকে জানান, বরকত উল্লাহ বুুুলু ঈদুল ফিতরের পরের দিন নিজ নির্বাচনী এলাকায় এসে টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও দিনে-রাতে বেগমগঞ্জে বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। এসময় তার শ্বাসকষ্টজনিত রোগও প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকে তার বাড়িতে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

নোয়াখালী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড্যাব নোয়াখালী শাখার সভাপতি ড. সাইফুল ইসলাম জানান, দুপুরে বুলু অসুস্থ হওয়ার খবর পেয়ে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক তার বাড়িতে যাই। সেখানে শারীরিক অবস্থা দেখে বোঝা যায়, তিনি প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। এখানে উন্নত চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় সব চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়া হচ্ছে।

এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন- বক্ষ্যব্যাধি চিকিৎসক জাহিদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ আবদুল আউয়াল, নোয়াখালী ড্যাবের সাধারণ সম্পাদক ও এনেসথেসিয়া চিকিৎসক মনোয়ার হোসেন ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।