শিরোনাম :
বৃহত্তর নোয়াখালীতে খাল সংস্কার ও বাঁধ নির্মাণের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
বৃহত্তর নোয়াখালীতে খাল সংস্কার ও বাঁধ নির্মাণের দাবিতে ঢাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।
সাইফুর রহমান রাসেল , নোয়াখালী : বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে রাজনৈতিক প্রভাবশালীদের অবৈধ ভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ, প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে খাল দখলমুক্তকরণ, টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার বন্দোবস্ত , খাল সংস্কার, নদী খনন ও প্রয়োজনীয় বাঁধ’ নির্মাণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে রাজু ভাস্কর্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।।
সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, গেল বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে যদি প্রশাসন শিক্ষা নিতো এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেভাবে কাজ করতো তাহলে হয়তো বৃহত্তর নোয়াখালী জেলাবাসীকে এই ভোগান্তির শিকার হতে হতোনা। তাই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এই তিন জেলার জলাবদ্ধতা ও ভয়াবহ বন্যা পরিস্থিতি নিরসন ও নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।
এই সময় নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাহফুজের রহমানের সভাপতিত্বে, জাতীয় যুবশক্তি ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের মূখ্য সংগঠক তাহমিদ আল মোদাচ্ছের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহফুজা নওরীন, লক্ষীপুর ছাত্র-ছাত্রী কল্যাণের সভাপতি ফাতেহা শারমিন এ্যানি, সাধারণ সম্পাদক মনির হোসেন, নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সালমান শরিফ সাগর, ফেনী জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Tag :









