‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’
গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী।
মায়ের মৃত্যুর এক বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। রোববার দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ টা দিন হয়ে গেল। কিভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিলো নরকের আগুনের মতো ভয়ঙ্কর।’
এরপর পূজা লেখেন, ‘বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারি হয়ে উঠে। মনে হয়, পৃথিবীর সব চেয়ে ভারি পাথর আমার বুকে।’
‘মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।’