ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

রমজানে পর্যটক নেই কুয়াকাটায়, অলস সময় পার করছেন দোকানিরা

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় রমজানে পর্যটকের অভাব দেখা দিয়েছে। করোনার পরবর্তী সময়ে পর্যটন শিল্পে কিছুটা গতি এলেও সম্প্রতি রমজান মাসকে কেন্দ্র করে পর্যটকের আগমন অনেকটাই কমে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত ও তার আশপাশের রিসোর্টগুলোতে অনেকে সপরিবারে ঘুরতে আসেন, কিন্তু এখন সেগুলোর বেশিরভাগই খালি। তাই হতাশা আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ১৮ পেশার মানুষ।

সোমবার (১৭ মার্চ) কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, হোটেল ও রিসোর্টগুলোতে নেই কোনো পর্যটকদের সমাগম। কর্মচারীরাও অলস সময় পার করছেন। তবে কিছু কিছু হোটেল-মোটেল ও রিসোর্টে চলছে ধোয়া মোছা, রং করাসহ বিভিন্ন সংস্কার কাজ।

এদিকে কোনো ধরনের বেচাকেনা না থাকায় দোকানগুলোতে চলছে ধোয়া মোছার কাজ। সৈকতে পর্যটকদের ছবি তুলে দেওয়া ক্যামেরাম্যানরাও অলস সময় পার করছেন। তবে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

স্থানীয় দোকানি ও ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকেই পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় তাদের ব্যবসা খারাপ হচ্ছে। আগে এখানে সারাক্ষণ ভিড় থাকত, আর এখন সময় কাটানোর জন্য অনেকেই ঘুমিয়ে ঘাকেন।  পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি গাইড, হোটেল কর্মচারী, সেলফি পয়েন্টের ফটোগ্রাফাররাও এক ধরনের হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ঝিনুক ব্যবসায়ী শিহাব উদ্দিন জানান, গত কয়েক মাসে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা ছিল। তবে রমজানের প্রথম দিন থেকে ব্যবসা একেবারে থেমে গেছে। রমজানের আগে যেখানে প্রতিদিন ৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি করতাম, এখন দিনে ৫০০ টাকাও বিক্রি হচ্ছে না। পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

রমজানে পর্যটক নেই কুয়াকাটায়, অলস সময় পার করছেন দোকানিরা

Update Time : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় রমজানে পর্যটকের অভাব দেখা দিয়েছে। করোনার পরবর্তী সময়ে পর্যটন শিল্পে কিছুটা গতি এলেও সম্প্রতি রমজান মাসকে কেন্দ্র করে পর্যটকের আগমন অনেকটাই কমে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত ও তার আশপাশের রিসোর্টগুলোতে অনেকে সপরিবারে ঘুরতে আসেন, কিন্তু এখন সেগুলোর বেশিরভাগই খালি। তাই হতাশা আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ১৮ পেশার মানুষ।

সোমবার (১৭ মার্চ) কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, হোটেল ও রিসোর্টগুলোতে নেই কোনো পর্যটকদের সমাগম। কর্মচারীরাও অলস সময় পার করছেন। তবে কিছু কিছু হোটেল-মোটেল ও রিসোর্টে চলছে ধোয়া মোছা, রং করাসহ বিভিন্ন সংস্কার কাজ।

এদিকে কোনো ধরনের বেচাকেনা না থাকায় দোকানগুলোতে চলছে ধোয়া মোছার কাজ। সৈকতে পর্যটকদের ছবি তুলে দেওয়া ক্যামেরাম্যানরাও অলস সময় পার করছেন। তবে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

স্থানীয় দোকানি ও ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকেই পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় তাদের ব্যবসা খারাপ হচ্ছে। আগে এখানে সারাক্ষণ ভিড় থাকত, আর এখন সময় কাটানোর জন্য অনেকেই ঘুমিয়ে ঘাকেন।  পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি গাইড, হোটেল কর্মচারী, সেলফি পয়েন্টের ফটোগ্রাফাররাও এক ধরনের হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ঝিনুক ব্যবসায়ী শিহাব উদ্দিন জানান, গত কয়েক মাসে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা ছিল। তবে রমজানের প্রথম দিন থেকে ব্যবসা একেবারে থেমে গেছে। রমজানের আগে যেখানে প্রতিদিন ৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি করতাম, এখন দিনে ৫০০ টাকাও বিক্রি হচ্ছে না। পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে।