বেগমগঞ্জবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি কিরণ
বেগমগঞ্জবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি কিরণ
সাইফুর রহমান রাসেল : তৃতীয় বারের মত সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক বিজয়ে বেগমগঞ্জের সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এমপি মামুনুর রশিদ কিরন।
এ সময় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ বলেন, জনগণ শান্তি ও উন্নয়নকে সমর্থন করে বলেই আবারো নৌকার বিজয় হয়েছে ।
সোমবার বেগমগঞ্জে নিজ বাসভবনে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এসময় বেগমগঞ্জের মানুষের প্রতি নৌকাকে ভোট দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষে ফল ঘোষণার সময় মামুনুর রশীদ কিরণের নৌকার বিজয়ের খবরে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় বেগমগঞ্জ উপজেলা পরিষদসহ পুরো এলাকা।
আর সোমবার সকাল না হতেই ফুল হাতে নেতাকর্মী,সমর্থক আর সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে তৃতীয়বারনির্বাচিত মামুনুর রশীদ কিরণের বাসভবন।
এবারের নির্বাচনে নোয়াখালী-৩ আসনে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো, তারাও এ বিজয়ে আবেগ আপ্লুত।
এসময় বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা তৃতীয়বারের মতো নির্বাচিত নৌকার মাঝি আলহাজ্ মামুনুর রশিদ কিরণ বলেন, এ বিজয় জনগণের, তাদের ভালোবাসার জন্যই বিজয় এসেছে, বেগমগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, জনগণ দেশের উন্নয়ন সমৃদ্ধিকে নিশ্চিত করতেই স্বাধীনতার প্রতীক নৌকা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করছে। তাই বিগত দিনের মতো আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগ সরকার।