লাঠির রাজনীতি বন্ধ হোক, হাতিয়ার মানুষ শান্তি পাক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি আপনার সন্তানদের হাতে লাঠে নিতে নিষেধ করবেন। যার জন্য হাতে লাঠি তুলে নিচ্ছে সে কিন্তু কালকে মনে রাখবে না। বাবা-মায়ের কথায় আরেকজনের মাথায় লাঠি দিয়ে দিয়ে কী লাভ? এই লাঠির রাজনীতি বন্ধ হোক। হাতিয়ার মানুষ শান্তি পাক।
গতকাল রাতে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙা বাজারে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, হাতিয়াতে যেমন রাস্তাঘাট হবে, ব্রিজ-কালভার্ট হবে, ফেরী হবে, হসপিটাল হবে, নদী ভাঙনরোধ হবে। এর চাইতে বড় বিষয় হচ্ছে হাতিয়ার মানুষের মনের শান্তি। শান্তি হানাহানি-মারামারি দিয়ে সম্ভব নয়। এই জন্য কারো জন্য কেউ যেন লাঠি হাতে না নেয়। সবাই নিজ নিজ জায়গা থেকে সামাজিক বন্ধন দৃঢ় করুন। মানুষকে বোঝান মারামারি হানাহানি রাজনীতি না।
তিনি আরও বলেন, রাজনীতি হচ্ছে দলমত নির্বিশেষে একসাথে বসে চা খাওয়া। এই রাজনীতি যেদিন হাতিয়ার মাটিতে প্রতিষ্ঠিত করতে পারবো। সেদিন আমি ভেবে নেব আমার স্বপ্ন পূরণ হচ্ছে। যেদিন একটি এলাকার মেম্বাররা একটেবিলে বসে চা খাবে, একসাথে আড্ডা দেবে তারপর দুইজন দুইজনের নামে স্লোগান দিতে পারবে সেদিন মনে করবো আমার হাতিয়া আসলেই উন্নত হয়েছে। তার আগ পর্যন্ত আমার এ সংগ্রাম চলবে। আমি এ লড়াই চালিয়ে যাব।















