ভাসানচর রক্ষায় বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের জরুরী সভা
ভাসানচর রক্ষায় বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের জরুরী সভা।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রক্ষায় বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে এপ্রিল শনিবার দুপুরে রাজধানী ঢাকার পল্টনস্থ জামান টাওয়ার, অফিসার্স ফোরামের নিজস্ব কার্যালয়ে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সড়ক পরিবহন ও সেতু বিভাগের সিনিয়র সচিব ড. মো : বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি অতি: সচিব মো: ইমরান, কোষাধ্যক্ষ সাবেক অতি: পরিচালক (সরকারী আবাসন অধিদপ্তর) মো: আব্দুর রব, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠন এবং নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল।
সভায় হাতিয়া দ্বীপ সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন যতন ভাসানচর বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানোর জন্য নোটিশ দাতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগীতা কামনা করেন এবং ভাসানচর রক্ষায় অফিসার্স ফোরামের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগীতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ভাসানচর রক্ষা কমিটির টেকনিকাল মেম্বার রহমত উল্যাহ বলেন, ভাসানচর আমাদের আবেগ ও অনুভুতির ঠিকানা যা প্রাকৃতিক, ভৌগোলিক ও প্রশাসনিক ভাবেই আমাদের হাতিয়ার অংশ। সুতরাং ভাসানচর নিয়ে কোনো চক্রান্ত নোয়াখালীবাসী মেনে নিবেনা।
সভাপতির সমাপনি বক্তব্যে ড.বেলায়েত হোসেন, নোয়াখালী বাসীর পক্ষ থেকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মহোদ্বয়ের নেওয়া কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্ছ করে আইনি নোটিশ পাঠানোর জন্য নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভাসানচর আমাদের নোয়াখালীর, এটি একটি মীমাংসিত সত্য। সুতরাং এটা আমাদেরই থাকবে। ভাসানচর রক্ষায় আমাদের বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরাম এক, অভিন্ন ও ঐক্যবদ্ধ। ভাসানচর রক্ষার আইনী লড়াইয়ে আমরা পিছপা হবোনা, অফিসার্স ফোরামের পক্ষ থেকে সকল সহযোগীতা অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ।।
উল্লেখ্য, গত মার্চে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদের সই করা এক চিঠিতে সিএস ও আরএস-এর মৌজা ম্যাপগুলো জিআইএস প্রযুক্তির মাধ্যমে পেন্টাগ্রাফ করে ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত দেখানো হয়েছে। এই উদ্দেশ্য প্রণোদিত চিঠির বিরুদ্ধে ফুঁসে উঠে সমগ্র নোয়াখালীবাসী। এর প্রেক্ষিতেই বিভাগীয় কমিশনারের চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান হাতিয়া দ্বীপ সমিতির নেতৃবৃন্দ।