ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক

ভারতে ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক

ভারতের ঝাড়খণ্ডে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন চারজন।

নিহত একজনের নাম গঙ্গেশ্বর মাল ও অপরজনের নাম অম্বুজ মাহাতো।

মঙ্গলবার (১ এপ্রিল) ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের বরাতে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ছিল ট্রেন চালক গঙ্গেশ্বর মালের কর্মজীবনের শেষ দিন। বুধবার থেকে নতুন জীবন হওয়ার কথা ছিল তার। চাকরি থেকে অবসর। আর অবসরের শেষ দিনেই অন ডিউটি অবস্থায় মৃত্যু হল মালগাড়ির চালকের। তার বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।

সূত্র থেকে জানা যায়, মালগাড়ির চালক হিসেবে গঙ্গেশ্বর মাল দীর্ঘদিন ধরেই চাকরি করছিলেন। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে কয়লা বোঝাই মালগাড়ি আসছিল ফরাক্কার এনটিপিসির দিকে। এসময় ঝাড়খণ্ডে লুপলাইনে ছিল খালি মালগাড়ি। দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেন দুটিতে আগুন লেগে যায়। এতে ট্রেন দুটির চালক গঙ্গেশ্বর মাল ও অম্বুজ মাহাতোর মৃত্যু হয়।

গঙ্গেশ্বরের পরিবারের সদস্যরা জানান, সকালে গঙ্গেশ্বরের মৃত্যুর খবর আসে। কথা ছিল শেষ ট্রেনটা চালিয়ে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বর। তার আসার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেটা আর হল না। শেষ দিনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত গঙ্গেশ্বরের মেয়ে বলেন, সকালে খবর পাই যে মালগাড়িটি চালিয়ে বাবা ফিরছিলেন সেটা দুর্ঘটনায় পড়েছে। এতে দুজনের মৃ্ত্যু হয়েছে। তার মধ্যে একজন আমার বাবা। এরপরই ঝাড়খণ্ডের দিকে রওনা দেন আমার ভাই ও আমার স্বামী। একথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক

Update Time : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক

ভারতের ঝাড়খণ্ডে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন চারজন।

নিহত একজনের নাম গঙ্গেশ্বর মাল ও অপরজনের নাম অম্বুজ মাহাতো।

মঙ্গলবার (১ এপ্রিল) ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের বরাতে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ছিল ট্রেন চালক গঙ্গেশ্বর মালের কর্মজীবনের শেষ দিন। বুধবার থেকে নতুন জীবন হওয়ার কথা ছিল তার। চাকরি থেকে অবসর। আর অবসরের শেষ দিনেই অন ডিউটি অবস্থায় মৃত্যু হল মালগাড়ির চালকের। তার বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।

সূত্র থেকে জানা যায়, মালগাড়ির চালক হিসেবে গঙ্গেশ্বর মাল দীর্ঘদিন ধরেই চাকরি করছিলেন। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে কয়লা বোঝাই মালগাড়ি আসছিল ফরাক্কার এনটিপিসির দিকে। এসময় ঝাড়খণ্ডে লুপলাইনে ছিল খালি মালগাড়ি। দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেন দুটিতে আগুন লেগে যায়। এতে ট্রেন দুটির চালক গঙ্গেশ্বর মাল ও অম্বুজ মাহাতোর মৃত্যু হয়।

গঙ্গেশ্বরের পরিবারের সদস্যরা জানান, সকালে গঙ্গেশ্বরের মৃত্যুর খবর আসে। কথা ছিল শেষ ট্রেনটা চালিয়ে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বর। তার আসার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেটা আর হল না। শেষ দিনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত গঙ্গেশ্বরের মেয়ে বলেন, সকালে খবর পাই যে মালগাড়িটি চালিয়ে বাবা ফিরছিলেন সেটা দুর্ঘটনায় পড়েছে। এতে দুজনের মৃ্ত্যু হয়েছে। তার মধ্যে একজন আমার বাবা। এরপরই ঝাড়খণ্ডের দিকে রওনা দেন আমার ভাই ও আমার স্বামী। একথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।