শিরোনাম :
নোয়াখালীতে দু:সহ জীবন কাটছে পুলিশ মুক্তিযোদ্ধার স্ত্রীর
নোয়াখালীতে দু:সহ জীবন কাটছে পুলিশ মুক্তিযোদ্ধার স্ত্রীর
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীতে মানবেতর জীবন কাটছে পুলিশ মুক্তিযোদ্ধার স্ত্রী রেজিয়া বেগমের।
নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রাজারামপুর গ্রামের জয়নাল পুলিশের বাড়িতে দুই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করছেন এই প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী রেজিয়া বেগম।
তার স্বামী জয়নাল আবেদীন বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন। ২০০৪ সালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে দুই ছেলেকে নিয়ে জরাজীর্ণ ঘরে থাকছেন রেজিয়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জয়নাল পুলিশের বাড়িতে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রেজিয়া বেগম ও তার দুই ছেলে। টিন দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে একটা মাথা গোঁজার ঠাঁই করেছেন। বৃষ্টি হলে টিনের চালার ছিদ্র দিয়ে পানিতে সয়লাব হয়ে যায় ঘরের কাঁচা মেঝে। বৃষ্টির মধ্যেই তাদের সারারাত জেগেই কাটাতে হয়। রোদ এলে আবার রোদে শুকাতে হয়। জরাজীর্ণ ঘরে প্রবেশ করছে কুয়াশা।
বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী রেজিয়া বেগম গ্লোবাল টিভি অনলাইনকে বলেন, আমার স্বামী পুলিশে চাকরি করতেন। ১৯৭১ সালে দুই সন্তান রেখে যুদ্ধে যান, যুদ্ধ শেষ হওয়ার ২২ দিন পর আমার স্বামী বাড়ি ফিরে আসেন। ২০০৪ সালে তিনি মারা গেছেন। তখন কোনো সুযোগ সুবিধা পাইনি। বর্তমানে পুলিশের ভাতা আর মুক্তিযোদ্ধা ভাতা পাই। একটা ঘর নাই তাই কষ্টে আছি। উপজেলায় গেছি, মুক্তিযোদ্ধাদের কাছে গেছি। কোথায় গিয়ে কোনো কাজ হয়নি। একটা ঘর হলে ভালো হয়। আমি সব সময় হাসিনাকে ভোট দেই। কারো থেকে টাকা নিয়ে ভোট দেই না, নিজের মন থেকে দেই।
Tag :










