নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ১০জানুয়ারী দুপুরে নোয়াখালী জেলা পরিষদ সভা কক্ষে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী, সম্মাননা ও সম্মানির টাকা তুলে দেয়া হয় ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শফিউল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা মনতাজুল করিম বাচ্চু, মিজানুর রহমান সহ জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধাগণ।