শিরোনাম :
এমপি কিরনকে ফুলেল শুভেচ্ছা অধ্যক্ষ টি-হোসাইন পরিবারের
এমপি কিরনকে ফুলেল শুভেচ্ছা দিলেন অধ্যক্ষ টি-হোসাইন পরিবার।
তৃতীয় বারের মত হ্যাট্রিক বিজয়ের জন্য নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনকে ফুলেল শুভেচ্ছা জানান চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজের সাবেক প্রয়াত অধ্যক্ষ তাফাজ্জল হোসেইন ওরফে টি-হোসেনর পরিবারবর্গ।
২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত সাংসদের মালিকানাধীন প্রতিষ্ঠান গেøাব ফার্মাসিউটিক্যালসের নিজস্ব ভবনে টি-হোসেনের পরিবারবর্গের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন অধ্যক্ষ টি-হোসেইন এর পরিবারকে সাধুবাদ জানিয়ে বলেন, অধ্যক্ষ টি-হোসেইন স্যার আমারও শিক্ষক ছিলেন, তিনি খুব মেধাবী ও জ্ঞানী শিক্ষক ছিলেন, উনার জ্ঞানের পরিধি কতদূর তা বলে শেষ করা যাবেনা। টি-হোসেইন পরিবার চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গরীব,মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় প্রতিবছর শিক্ষাবৃত্তি চালু করেছে এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ টি-হোসেইনের মেয়ে দুররে শাওয়ার লাকী, নীলুফার শাহজাহান, নুসরাত জাহান, মুরাদ হোসেইন, চৌমুহনী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহব্বায়ক নুর হোসেন মাসুদ,
চৌমুহনী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল সায়েম, এডমিন ছারোয়ার হোসেন মিলন, গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন সাইফুর রহমান রাসেল, এডমিন ইয়াসিন সুমন ও রাহিদুল ইসলাম প্রমূখ।
Tag :