নোয়াখালীতে বিএনপির ঈদ পুনর্মিলনীতে নেতাকর্মীদের ঢল
নোয়াখালীতে বিএনপির ঈদ পুনর্মিলনীতে নেতাকর্মীদের ঢল।
নোয়াখালীতে বিএনপির জমকালো ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দল নেতাকর্মীদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার ০৩ মার্চ সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে এই জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সতের বছর পর উন্মুক্ত পরিবেশে ঈদ পুনর্মিলনী আয়োজন করতে পেরে নেতাকর্মীদের মধ্যে ছিলো উৎসাহ উদ্দীপনার কমতি ছিলোনা। নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন মিছিলে আর স্লোগানে নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন ঈদ পূনর্মিলনীতে। অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নবীন প্রবীনদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফারুক এর সভাপতিত্বে, সাবেক ছা্ত্রদল সভাপতি মো: পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুডবল ফেডারেশন, টেকনিক্যাল কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রিয় যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিত্যনন্দ পুর মহিলা ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো: মক্কা কামাল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ ফয়েজ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সভাপতি প্রার্থী মো: জায়েদ হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শরীফ উদ্দিন সোহেল, ছাত্রদল সাধারন সম্পাদক প্রার্থী রাকিব সিকদার প্রমুখ।