স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করলেও, ভেতরে উদাসীনতা
তৃতীয় দিনে জমে উঠেছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বুধবারের তুলনায় মেলায় আজ দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মেলার শুরু থেকেই বাংলা একাডেমি স্বাস্থ্যবিধির বিষয়ে কড়াকড়ি আরোপ করলেও তা সঠিকভাবে মানছেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি প্রবেশ পথে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিশ্চিত করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করলেও প্রাঙ্গনে তা মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে।
দেখা যায়, অধিকাংশ দর্শনার্থীদের মুখে মাস্ক নেই। অনেকের থাকলেও তা নামিয়ে রাখছেন। অনেক স্টলের বিক্রেতাদের মুখেও মাস্ক নেই। কোনো কোনো স্টলে মাস্ক ছাড়াই অটোগ্রাফ দিচ্ছেন লেখক। আবার আইনশৃঙ্খলা বাহিনীর অনেক পুলিশ সদস্যকেও মাস্ক নামিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
মাস্ক না থাকার কারণ হিসেবে তারা বলছেন, সারাক্ষণ মুখে মাস্ক লাগিয়ে থাকা কষ্টকর। ভিড় না থাকায় অনেক সময় তারা মাস্ক লাগান না বলেও জানান। তবে বইমেলা উপলক্ষে করা সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি জানিয়েছিল, যারা সঠিকভাবে মাস্ক লাগাবে না তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, আমরা শুরু থেকেই স্বাস্থ্যবিধির বিষয়ে গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রীও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসার আহ্বান জানিয়েছেন। দর্শনার্থীদেরও এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বাংলা একাডেমি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী তৃতীয় দিনে মেলায় (বৃহস্পতিবার) নতুন বই এসেছে ৪১টি। এখন পর্যন্ত সর্বমোট নতুন বই এসেছে ৫৯টি। আগামীকালের অনুষ্ঠানমালা শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার চতুর্থ দিন। ছুটির দিন হওয়ায় এদিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বেলা ৩টায় বইমেলার মূল মঞ্চে ‘আন্তর্জাতিক বলয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ পাঠ করবেন বিশ্বজিত সাহা এবং আলোচক হিসেবে থাকবেন ইকবাল হাসান, তাজুল ইসলাম, ইউসুফ রেজা। এতে সভাপতিত্ব করবেন অসীম কুমার দে। এছাড়া বিকেল ৪টায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ পাঠ করবেন জাহীদ রেজা নূর, শহীদ ইকবাল এবং আলোচক হিসেবে থাকবেন প্রশান্ত মৃধা ও আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করবেন ভীষ্মদেব চৌধুরী।