রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
রাজধানীর বেইলি রোডে ট্রাকের ধাক্কায় নুরে আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তুহিন হোসেন (৩৮) নামে আরও একজন।
সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে বেইলি রোড সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি দিনাজপুর পার্বতীপুর উপজেলার। বাবার নাম মেহেরাব হোসেন। তিনি তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমের আড়তে থাকতেন। ভ্যানগাড়ির মালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে নুরে আলম ও তুহিন তেজগাঁও আড়ত থেকে দুটি ভ্যানে করে ডিম নিয়ে নারায়ণগঞ্জের খোলামোড়ায় যাচ্ছিলেন। পথে বেইলি রোডে পেছন থেকে সিমেন্ট কোম্পানির একটি খালি ট্রাক দুটি ভ্যানকেই সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন। তুহিন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।